স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জর জগন্নাথপুর পৌরশহরে আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্ব ও প্রভাষক কলেজের প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্ব ও প্রভাষক হুমায়ুন কবীরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল॥ অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক সালেহ আহমদ, ইমরান আলী। জেরিনা সুলতানা, বর্ণা চন্দ্র, সাদিয়া জাহান, শিক্ষার্থী নওরীন আক্তার সায়মা, সাহিদা বেগম, রেশমা আক্তার, ঝুমা বেগম,রুনা আক্তার, মাহিয়া আক্তার মাহি, সুমাইয়া আক্তার বুশরা
প্রমুখ।