স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে আমনের ফসলি জমি ডুবছে। ফলে ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
অব্যাহত বৃষ্টিপাত ও দমকা বাতাসে এ উপজেলার একটি পৌরসভা এবং আটটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জমির আমন চারা তলিয়ে গেছে। আবার অনেক ক্ষেতের চারা মাটিতে হেলে পড়েছে।
গত কয়েকদিনের টানা ভারিবর্ষণে এসব হাওরের জমিতে পানি উঠেছে। এছাড়াও আশ্বিনের অব্যাহত বর্ষণে
সবজি ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।পৌরসভার ইকড়ছই এলাকার কৃষক সালাউদ্দিন আহমদ জানান, স্থানীয় মোমিনপুর হাওরে তিনি ৮০ কেদার জমিতে আমন রোপন করেছেন। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ৪০ কেদার জমির চারা পানিতে তলিয়ে গেছে। এসব জমির পানি কমলেও চারাগুলি নষ্ট হয়ে যাবে। আবাদের শুরুতেই এমন ভারিবর্ষণে ফসল নিয়ে দুশ্চিতায় আছি আমরা।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বেলাল আহমদ, মদিনা মিয়া, ছাদ্দেক আলী, অপাসাধু গ্রামে খলিল মিয়া, জামাল মিয়া, শাহাবুদ্দিনসহ একাধিক কৃষক জানান, এ বছর আমন ক্ষেতে পোকার আক্রমণে শুরু থেকেই ক্ষতির মুখে ছিলাম। এরমধ্যে আবার গত চার দিনের ঝড় বৃষ্টিতে আমাদের আমন ধানের ক্ষেতের চারা মাটিতে হেলে। ক্ষেতে পানি জমে থাকায় পচে নষ্ট হয়ে যাবে। এ বছর ফসল তোলা নিয়ে খুবই শঙ্কায় আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। গত চার দিনের বৃষ্টিপাতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে কিছু জায়গায় পানি জমেছে এবং ধান মাটিতে হেলে পড়েছে