স্টাফ রিপোর্টার::
অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ (৫০) কে করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে পৌরএলাকা থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে পাঠানো হয়। তবে বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।
শশী কান্ত গোপ জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত উমেশ গোপের ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জগন্নাথপুরের মিরপুরে বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।