স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনিকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার বিকেলে তাঁকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। জনি উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পাইলগাঁও (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়েছে। তবে এজাহার নামীয় ৫২ জনের মধ্যে ১২ জন বিগত ২ থেকে ৩ বছর ধরে দেশের বাহিরে রয়েছেন। ওই মামলায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার হয়েছে।