স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফজলু মিয়া ছেলে সালমান মিয়া (২০) ও পৌরসভার পেরুয়া (শেরপুর) এলাকার মৃত সুরুজ আলীর ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (৫৮)। পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সালমানকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫১ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২০ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, গাঁজা ব্যবসায়ী ইব্রাহিম খলিল উল্লাহকে জগন্নাথপুর বাজার থেকে আটকের পর তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৫ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।