Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উদীচীর সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি দৈনিক সুনামকন্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেছেন, জঙ্গিদের বিরেুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উদীচী শিল্পীগোষ্ঠী অন্যায়,অত্যাচার,সন্ত্রাস,নিরবিচার কখনো পশ্রয় দেবেনা। তাই প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে। শুক্রবার সকালে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে শুক্রবার এসব কথা প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় উপরোক্ত কথা বলেন।

উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌরসভা কার্যালয়ের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার সভাপতি মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত ) শফিকুল হক, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি দ্বীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল বাতেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, ব্যবসায়ী শশীকান্ত গোপ, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দেব, কোষাধ্যক্ষ জুয়েল দাস, সিলেট বিভাগীয় উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য তানভীর আহমদ ইমু, জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য তানভীর আলম পিয়াস, সাংস্কৃতিক কর্মী রনিরাজ প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মানস রঞ্জন রায়-কে সভাপতি ও দ্বীপক কুমার দেব-এক সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়। অনুষ্ঠান শেষের দিকে জাতীয় গণসংগীতে প্রথম স্থান প্রাপ্ত কণ্ঠ শিল্পী অয়ন চৌধুরী সংগীত পরিবেশন উপস্থিত সুধীজনদেরকে আনন্দ দেন।

Exit mobile version