স্টাফ রিপোর্টার::
সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে এইচএসসি’র বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক হাজার ৭৩১ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুরে ২টি কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে উপজেলার ১০টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট এক হাজার ৭৩১ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৬৬৬ ও ছাত্রী সংখ্যা এক হাজার ৬৫।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। গত বছরের চেয়ে এবার এইচএসসি পরীক্ষায় বেড়েছে ৩৯০ শিক্ষার্থী। ##