স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ডাকবাংলো সেতু দিয়ে মঙ্গলবার থেকে গাড়ি চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে জরুরি সেবার গাড়িগুলো চলাচল করতে পারবে।
আজ সোমবার বিকেলে উপজেলা সদরের নলজুর নদীর দু’টি সেতু নিয়ে উদ্ধুদ্ধ পরিস্থিতির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক অমিত দেব, জুয়েল আহমদ, ইজিবাইক (টমটম) মালিক সমিতির সভাপতি গোলজার আহমদ।সভায় ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজ মঙ্গলবার থেকে শুরু হবে।