Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে ডিজেল ইঞ্জিন বিতরণ ও প্রশিক্ষন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দুই ব্যাচে ৬০ জন কৃষকদের প্রশিক্ষন ও পতিত জমিতে চাষাবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ডিজেল ইঞ্জিন বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে ৬০ জন কৃষককে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়। বিকেলে কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রুপে উপজেলা পরিষদের এডিবির অর্থায়নে ঠিম লিডার শফিকুল ইসলাম চৌধুরী হাতে পতিত জমিকে চাষের আওতায় নিয়ে আসার লক্ষ্যে একটি ডিজেল ইঞ্জিন প্রদান করা হয়। এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোঃ জাহিদুল হক,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম,যুবলীগ নেতা রাসেল চৌধুরী, হারুন মিয়াসহ কৃষিবিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version