বিশেষ প্রতিনিধি::
আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে আজ বুধবার (২৮ জুন) সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকায় পশুর শেষ হাট বসেছে। এই হাটে দেশি গরুর প্রধান্য ছিল বেশি।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের স্থানীয় হেলিপ্যাডে হাটের মূল স্থান থাকলেও পৌর পয়েন্টসহ প্রধান সড়কের দুই পাশের ওপর হাট বসে।
ফলে এসব এলাকায় দিনভর যানজট লেগেই থাকে। যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। হাটজুড়ে ছিল দেশি জাতের গবাদি পশু। শেষ হাট হওয়ায় বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের ঢল নামে।
হাটে মাঝারি আকারের গরুর চাহিদা ছিল বেশি। বাজার ঘুরে দামদর যাচাই-বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা। তবে ক্রেতারা দাবি করেছেন, অন্য বছরের তুলনায় এবার চড়া দাম।
ছোট আকারের গরু ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
মাঝারি আকারের গরু ৮০ থেকে ৯০ হাজার এবং বড় সাইজের গরু এক লাখ থেকে দুই লাখ টাকা দাম হচ্ছে।
হাটে কথা হয় কামাল মিয়া নামের এক ক্রেতার সঙ্গে। তিনি জানান, এবার কোরবানির গরুর দাম বেশি। গত বছর যে সাইজের গরু ৬০ হাজার টাকায় কেনা গেছে, এবার সেই সাইজের গরু ৭০-থেকে ৭৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। হাট ঘুরে ঘুরে দাম-দর যাচাই করছি।
এখন কিনতে পারিনি। তবে সময় শেষ কিনতেই হবেই।
গরু ব্যবসায়ী জুয়েল মিয়া জানান, শেষ হাট হওয়াতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও চাহিদা অনুযায়ী বিক্রি একটু কম হচ্ছে। দাম তেমন বেশি নয়, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে।
কোরবানি হাটের ইজারাদার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, ‘খুবই চমৎকার পরিবেশে হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। হাটে চোরের উৎখাত নেই। জাল টাকাও নেই। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী পশু ক্রয় করছেন। আমরা সার্বক্ষণিক বাজার তদাকিতে আছি।’