1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে কোরবানির হাটে গরু বেশি ক্রেতা কম

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি::

পবিত্র ঈদুল আজহার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জগন্নাথপুরে কোরবানির হাটে জমে উঠছে। বুধবার পৌর শহরে সবচেয়ে বড় কোরবানির হাট বসে। তবে ক্রেতার সংখ্যা ছিল কম। সকাল থেকে শহরের হেলিপ্যাড এলাকায় পশুর হাট বসে। বিপুল সংখ্যা গবাদিপশু হাটে আসায় হাটটি শহরের প্রায় এক কিলোমিটার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।
প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা (বিক্রেতা) কোবানির পশু নিয়ে হাটে আসেন। তবে গরু ও ছাগল হাটে প্রচুর এলেও ক্রেতাদের উপস্থিতি কম ছিল। যে কারণে বেচাকেনা তুলনামূলক কম হয়েছে। অনেক বিক্রেতা দীর্ঘসময় হাটে থেকেও চাহিদা অনুযায়ী দাম না পেয়ে গবাদি পশু নিয়ে ‘আগেভাগেই’ বাজার থোক চলে গেছেন।
জগন্নাথপুরের নলুয়া হাওরপাড়ের বেতাউকা গ্রামের কৃষক জাকির মিয়া ৬টি দেশি গরু নিয়ে এসেছিলেন হাটে। বিক্রি করতে পারেননি একটিও। জাকির মিয়া এ প্রতিবেদককে জানান, সকালে এসেছিলাম হাটে। দীর্ঘ ৭ থোক ৮ ঘন্টা হাটে বসেও অসল সময় কাটালাম, একটি গরুও বিক্রি করতে পারিনি। তিনি জানান, হাটে সর্বোচ্চ গবাদিপশু আসলেও ক্রেতা একদম কম। এজন্য চাহিদা অনুযায়ী দরে বিক্রি হয়নি। যে কারণে দিন থাকতেই বাড়ি ফিরে যাচ্ছি।
তবে ক্রেতারা জানিয়েছেন, অন্যবছরের তুলনায় এবার পশুর দাম বেশি। আর ঈদের আরও কয়েকদিন বাকী থাকায় দামদর যাচাই-বাছাই করছেন অনেকেই। এছাড়া স্থানীয়রা ঈদের শেষ মুর্হুতে কোরবানির পশু ক্রয় করে থাকেন সাধারণত। নইলে লালন পালনে অসুবিধায় পড়তে হয়। এজন্য ঈদের শেষ পর্যায়ে তারা কোরবানির পশু কিনতে পছন্দ করেন।
হাটে আসা বাবুল মিয়য়া নামের এক ক্রেতা জানান, হাটে প্রচুর কোরবানির পশু উঠলেও দর বেশি। গত বছর যে যে সাইজের গরু ৬০ হাজার টাকায় কেনা গেছে, এবার সেই সাইজের গরুর দাম ৮০ থেকে ৮৫ হাজার টাকা। তাই বাজার যাচাই বাছাই করছি। এখনও গরু কেনা হয়নি।
কোরবানির হাটের ইজারাদার মকবুল হোসেন ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন এলাকায় থেকে প্রচুর কোরবানির পশু হাটে এসেছে। সে তুলনায় বিক্রি তুলনামূলক কম। আগামী রবিবারের শেষ হাটে জমজমাট বেচা-বিকি হবে হবে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com