স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর নির্মিত দুই সেতুতেই গতকাল শুক্রবার থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে চলাচল।
উপজেলা সদরের খাদ্য গুদামের সামনের বিকল্প সেতুর সংযোগ সড়কের সংস্কার কাজের জন্য শুক্রবার ও পরদিন শনিবার সেতু দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়া হয়।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্র জানান, অব্যাহত বৃস্টিপাতের কারণে গুদামের পাশের বিকল্প সেতুর সংযোগ সুযোগ সড়কটি গর্ত, খানাখন্দে আর ভাঙাচুরার কারণে যান চলাচলে অনুপযোগি হয়ে উঠেছে। এ সড়কটি সংস্কার জন্য যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। অপর দিকে নদীর ডাকবাংলো সেতু দিয়ে বাড়তে চাপ ও ঝুঁকি এড়াতে ওই সেতু দিয়েও যানচলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে, ডাকবাংলো সেতু দিয়ে অতিব জরুরি সেবার গাড়িগুলো চলাচল করতে পারবে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজের জন্য শুক্রবার ও শনিবার ওই রাস্তাটি বন্ধ থাকবে। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।