স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অকাল প্রয়াত তরুণ ক্রিকেটার ধনঞ্জয় দাস ধনু স্মরণে তৃতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ শনিবার সকালে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাসুদেব বাড়ি আইডিয়াল ও থান্ডার ক্রিকেট ক্লাবের আয়োজনে ধনঞ্জয় দাসের বন্ধু মহলের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সিদ্দিক আহমেদ টুন্টামেন্টের উদ্বোধন করেন। বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় উদ্বোধনী সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান,বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দাস,সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন,সাবেক ক্রিকেটার অরূপ সরকার, ডাক্তার মধু সুধন ধর,রাজন দাশ কাউন্সিলর কামাল হোসেন,ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাইদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল ভূঁইয়া, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন, ক্রীড়ানুরাগী রুবেল হোসেন,আতাউর রহমান, মান্না বণিক,আবুল কালাম আকন,শ্যামল দেব,শায়েক আহমেদ,ক্রিকেটার ময়ূখ ভট্টাচার্য, তুয়েল, সুমিত, তারেক, রিপন, জাবের প্রমুখ উদ্বোধনী খেলায় ফোর সিস্টার ক্রিকেট ক্লাব দোস্তপুর স্টার স্পোর্টিং ক্লাব কুলাউড়া কে পরাজিত করে বিজয়ী হয়।
প্রসঙ্গত ২০১৬ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের ক্রিকেটার তরুণ ব্যবসায়ী ধনঞ্জয় দাস ধনু মারা যান। তাঁর স্মৃতিকে ধরে রাখতে তৃতীয়বারের মতো টুর্নামেন্টের আয়োজন করা হয়।