1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে পাশের হারে পাটলী উইমেন্স কলেজ, জিপিএ’তে শাহাজালাল মহাবিদ্যালয় শ্রেষ্ঠ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

জগন্নাথপুরে পাশের হারে পাটলী উইমেন্স কলেজ, জিপিএ’তে শাহাজালাল মহাবিদ্যালয় শ্রেষ্ঠ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এইচএসসি পাশের হারে প্রথম স্থানে রয়েছে পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ।ওই কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ১০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাশের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। যা আবার সুনামগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যায় এ উপজেলায় প্রথম স্থানে রয়েছে শাহজালাল মহাবিদ্যালয়। উপজেলার ১০টি কলেজের মধ্যে শুধুমাত্র শাহজালাল মহাবিদ্যালয়ে ৫টি জিপিএ ৫ এসেছে। তাদের পাশের হার ৯১ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, শুধু জগন্নাথপুর উপজেলা নয়! পুরো সুনামগঞ্জ জেলার মধ্যে এবার পিছনে রয়েছে সৈয়দপুর আদর্শ কলেজ। ওই কলেজ থেকে ১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার ২০ দশমিক।

এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।

এদিকে, পাশের হারে জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় পাটলী উইমেন্স কলেজের অধ্যক্ষ, প্রভাষকসহ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ওই কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি ও পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক।
তিনি এক অভিনন্দন বার্তায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কলেজ হিসেবে ফলাফলের দিক দিয়ে ভালো করছে আমাদের কলেজ । এধারাবাহিকতা রক্ষা করে আগামীতে আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা রাখছি। অপরদিকে শাহজালল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষার্থীদের অভিবাদন জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com