Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পূর্ব বিরোধে পুড়ল ৪টি ঘর

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে ৪টি ঘর পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবী করেছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাতিন মিয়ার বাড়িতে ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক ও যুবলীগ নেতা ফয়সল আহমদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা জাবেদ কুরেশীর পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। যার জের ধরে গত ১৬ই সেপ্টেম্বর স্থানীয় মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলী নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ৩৮ জন। সংর্ঘষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা চলছে।

জাবেদ কুরেশীর পক্ষের বাতিন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র এ প্রতিবেদককে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আওয়ামীলীগ নেতা আব্দুল মানিক পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৫০/৬০ জনের দাঙ্গাবাজ একদল লোক আমাদের বসতবাড়িতে হামলা চালিছে বাড়ি ভাংচুর করে বসতবাড়ি আগুন লাগিয়ে দেয়। এতে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় তারা অস্ত্রের মুখে আমাদের পরিবারের লোকজনকে জিম্মি করে ধরে এ তান্ডব চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ চলে যাওয়ার পর আবারও তারা আমাদের লোকজনকে জিম্মি করে রেখেছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এখনো পালিয়ে আছি সন্ত্রাসীদের আতংকে।

এব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্দুল মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদেরকে ফাঁসাতে নিজেরাই তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Exit mobile version