স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর পাশে বন্ধু মহল কর্তৃক আয়োজিত বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে রানীগঞ্জ বাজারে সম্মিলিত মুসলিম জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা মুহতামিম মাওলানা বাহার উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, হাড়গ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান, রানীগঞ্জ ডিএস আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী নজরুল ইসলাম নিজামি, মাওলানা নিজামুদ্দিন কামালি, মাওলানা শামীম আহমদ, মাওলানা হুসাইন আহমদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা ফজল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঈদপূর্ণমিলনী উপলক্ষে গত কয়েকদিন আগে রানীগঞ্জ সেতুর পাশে বাউলসন্ধ্যা নামের নারী পুরুষের অংশগ্রহণে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর প্রতিবাদের মুখে স্থানীয় প্রশাসন তা পণ্ড দেয়। আবারও একই স্থানে বাউল গানের নামে ইসলাম বিদ্বেষি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। অবিলম্বে ইসলামী বিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ করে এলাকায় শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
প্রসঙ্গত, সরকারী অনুমতি না নিয়ে গত ৩ এপ্রিল রানীগঞ্জ সেতু এলাকায় ঈদপূর্ণমিলনী উপলক্ষে বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসরের আয়োজন করা হলে এমন অভিযোগের স্থানীয় প্রশাসন আসরটি বন্ধ করে দেয়। একই স্থানে আবারও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রাতে এ অনুষ্ঠান হওয়ার কথা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, মানববন্ধন হয়েছে শুনেছি। এ বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথে বলে পরবর্তী পদক্ষেপ নেব।