1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বাউলসন্ধ্যা নামে অশ্লীল অনুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ জগন্নাথপুরে ৮৫ ভাগ জমির ধান কাটা শেষ/ ঘুরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত বাংলাদেশের সঙ্গে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ ফেয়ার ফেইস জগন্নাথপুরের ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ এর আওতায় দুই নারী পেলেন সেলাই মেশিন উপহার কম কথা বলা উন্নত চরিত্রের এক অপরিহার্য গুণ আব্দুস সামাদ আজাদের ২০তম মৃত্যু বার্ষিকী আজ শ্রদ্ধাঞ্জলি/. ক্রান্তিকালের কিংবদন্তি আব্দুস সামাদ আজাদ কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক

জগন্নাথপুরে বাউলসন্ধ্যা নামে অশ্লীল অনুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার::

 সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর পাশে বন্ধু মহল কর্তৃক আয়োজিত বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে রানীগঞ্জ বাজারে সম্মিলিত মুসলিম জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা মুহতামিম মাওলানা বাহার উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, হাড়গ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান, রানীগঞ্জ ডিএস আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী নজরুল ইসলাম নিজামি, মাওলানা নিজামুদ্দিন কামালি, মাওলানা শামীম আহমদ, মাওলানা হুসাইন আহমদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা ফজল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঈদপূর্ণমিলনী উপলক্ষে গত কয়েকদিন আগে রানীগঞ্জ সেতুর পাশে বাউলসন্ধ্যা নামের নারী পুরুষের অংশগ্রহণে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর প্রতিবাদের মুখে স্থানীয় প্রশাসন তা পণ্ড দেয়। আবারও একই স্থানে বাউল গানের নামে ইসলাম বিদ্বেষি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। অবিলম্বে ইসলামী বিরোধী সকল কর্মকাণ্ড বন্ধ করে এলাকায় শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
প্রসঙ্গত, সরকারী অনুমতি না নিয়ে গত ৩ এপ্রিল রানীগঞ্জ সেতু এলাকায় ঈদপূর্ণমিলনী উপলক্ষে বাউলসন্ধ্যা নামে অশ্লীল গানের আসরের আয়োজন করা হলে এমন অভিযোগের স্থানীয় প্রশাসন আসরটি বন্ধ করে দেয়। একই স্থানে আবারও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রাতে এ অনুষ্ঠান হওয়ার কথা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, মানববন্ধন হয়েছে শুনেছি। এ বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথে বলে পরবর্তী পদক্ষেপ নেব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com