Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে গবাদি পশুর মৃত্যু

পাটলী সংবাদদাতা :: জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গবাদি পশুর প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাটলী-ভবের বাজার সড়কের রত্না নদীর তীরবর্তী বিদ্যুতের খুটির টানা তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গরুটির মৃত্যু হয় ।

স্থানীয় বাসিন্দারা জানান, পাটলী ইউনিয়নের পাটলী-ভবের বাজার সড়কের রত্মা নদীর নিকটবর্তী স্থাপিত বিদ্যুতের ওই খুটির জনসাধারনের যাতাযাতের জন্য বিপদজনক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার জনসাধারন যাতায়াত করেন। গতকাল সোমবার ওই স্থানে এক কৃষকের্ একটি ভেড়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক সময় এলাকাবাসী শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে ভেরাটিকে জীবিত উদ্ধার করেন । ঝুঁকিপূর্ন খুটির ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ অফিসকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

ক্ষতিগ্রস্থের শিকার গবাদি পশুর মালিক পাটলী গ্রামের বাসিন্দা ছানু মিয়া বলেন, আমার গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথে আমি জগন্নাথপুর বিদ্যুৎ অফিসে ফোন করি অথচ তারা বেলা সাড়ে এগারটা পর্যন্ত কোন সাড়া দেননি। এই খুটি আমাদের এলাকার জন্য বিপদজনক হয়ে পড়েছে। এই রাস্থা আমাদের এলাকা সহ কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা।

জগন্নাথপুর উপজেলা সহকারী বিদ্যুৎ প্রকৌশলী পাভেল আহমদ গাবাদি পশুর মৃত্যুর খবর’ নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, বিদ্যুতে ওই খুঁটির সমস্যাটি আজ মঙ্গলবার সমাধান করা হয়েছে।

Exit mobile version