Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৪ শিশু অসুস্থ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের ভবানীপুর গ্রামে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে চার শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশুদের নিয়ে বাবা মারা চিন্তিত হয়ে পড়েছেন। জানা যায়, পৌর শহরের ভবানীপুর গ্রামের আকমল হোসেন এর তিন বছরের শিশু পুত্র ওমর হোসেন ও এক বছরের শিশু কন্যা লতিফা আক্তার ও তার চাচাত্বো ভাই মকবুল হোসেনের ৪৮ মাস বয়সী শিশু কন্যা হুমায়রা আক্তার ও দেড়বছরের শিশু কন্যা সামিরা আক্তার কে সোমবার স্থানীয় একটি ক্যাম্পে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। শিশুর দাদা হাজী সফিক আহমদ জানান, চার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর থেকে বমি ও পাতলা পায়খানা করতে থাকে। চার শিশু প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। চার শিশুর পেট ফেফে যায়। বর্তমানে ডাক্তার এনে বাড়িতে শিশুদের চিকিৎসা চলছে। অসুস্থ দুই শিশুর বাবা জগন্নাথপুর পৌর যুবলীগের নেতা আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা এখন কিছুটা সুস্থ হয়ে উঠছে। তবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা চিন্তিত হয়ে যাই। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ফলে শিশুরা অসুস্থ হওয়ার কথা নয়। অন্যকোন কারণে হয়তো শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।

Exit mobile version