1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারী ২৫ জন সনাক্ত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

জগন্নাথপুরে ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারী ২৫ জন সনাক্ত

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ১৭৯৪ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক সহকারি শিক্ষক পদে জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারী ২৫ জন বহিরাগতদের প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। জগন্নাথপুরের স্থানীয় জনপ্রতিনিধিরা এসব ভুয়া নাগরিকদের চিহিৃত করে প্রত্যায়ন পত্র দিয়েছেন।
আজ সোমবার ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারী বহিরাগতের তালিকা জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তার বরারর দাখিল করা হয়ছে।

স্থানীয় এলাকাবাসির সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলায় ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহ করে প্রতারণার আশ্রয় নিয়ে বহিরাগতরা অবৈধভাবে চাকুরীপ্রাপ্ত হচ্ছেন। তারা চাকুরিতে যোগদান করেই চলে যান নিজ নিজ এলাকায়। ফলে জগন্নাথপুরে শিক্ষক সংকট লেগেই থাকে। অন্যজেলার লোকজনের দাপটে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এবার ২০১৮ সালের প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল গত ১৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা থেকে ৫০১ জন প্রাথমিক সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হন। ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলছে। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থী অন্যজেলার নাগরিক রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। জগন্নাথপুরের বিভিন্ন জনপ্রতিনিধি এখন পর্যন্ত ২৫ জনকে বহিরাগত হিসেবে সনাক্ত করে প্রত্যায়ন পত্র দিয়েছেন।
ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহকারীরা হলেন, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের কামারখাল এলাকার পুলক তালকদার রোল নং ৫৪৩৫২২০,একই এলাকার ঝলক তালুকদার রোল নং ৫৪৩৫২১৮, বাদ খাশিলা গ্রামের পাপড়ি সরকার রোল নং ৫৪৩২১৩৩,,মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের আলফাজ আলী রোল নং ৫৪২৮৯২৭, একই ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের সুর্বনা রানী দেব রোল নং ৫৪১৯৯৮৯, শিল্পী রানী দাস রোল ৫৪২৩৭০৬, বাউরকাপন গ্রামের সুদীপ্তা তালুকদার রোল ৫৪৩৪৮৫৬, পলি তালুকদার রোল নং ৫৪৩৪৯২৭,করিমপুর গ্রামের অমিত রায় রোল নং ৫৪২০৯৩০, অনুপ রায় রোল নং ৫৪২২০৯৩৪, পৌরশহরের ইকড়ছই এলাকার মুক্তা রানী মিত্র রোল নং ৫৪২১৭১৭,নাহিদা আক্তার রোল নং ৫৪২৮৬৫৫, বাসুদেব বাড়ি এলাকার পপি তালুকদার রোল নং ৫৪২৫০৩৬, সুর্বনা রানী তালুদার ৫৪৩৪১৩৯,হবিবপুর এলাকার কল্পনা বেগম রোল নং ৫৪১৮৭০৯, ছিক্কা এলাকার সালমা আক্তার রোল নং ৫৩২৭৭৭০, কেশবপুর এলাকার লুৎফা তামান্না রোল নং ৫৪২৭৩৩২, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামের রিমা রানী তালকদার, রোল নং ৫৪২০৫৮১, রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আরিফুল ইসলাম, রোল নং ৫৪১৯৮৫৬, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের কবির হোসেন শাহ, রোল নং ৫৪১৯১৪৫, তানিয়া আক্তার তন্বী, রোল নং ৫৪২৭২১৩, আশারকান্দি ইউনিয়নের যশোদা গ্রামের আফরোজা খাতুন রোল নং ৫৪১৯৭৪১, জহিরপুর গ্রামের রুবেল মিয়া, রোল নং ৪২৫০৭৩ এবং ঐহারদাস গ্রামের মৌসুমী দেব রোল নং ৫৪৩২৭৩২।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,বহিরাগতের তালিকা পেয়েছি।এদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণে করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com