স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কে গাড়ি পাকিং ও সরকারি জায়গায় বাঁশের দোকান দেওয়া সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়।
অভিযানে উপজেলা সদরের সি/এ মার্কেট এলাকায় জগন্নাথপুর-সিলেট সড়কে বাস পাকিং করায় ও গাড়ি কাগজপত্র না থাকায় সিরাজ মিয়া নামের এক বাস চালককে ৩ হাজার টাকা এবং স্লইগেইট এলাকায় সরকারি জায়গা বাঁশের দোকান দেওয়ায় তৈমুছ খান নামের এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।