স্টাফ রিপোর্টার::
“মাদক কে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি” স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জগন্নাথপুর থানার আয়োজনে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হরমুজ আলী, প্রধান শিক্ষক আমির হামজা, সদস্য আব্দুল আজিজ, এম এ নুর, আবুল খায়ের মোহাম্মদ নোমান, বাবু রঞ্জিত কুমার দেব প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।