স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামীকাল শনিবার সকাল থেকে একটানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও জরুরী রক্ষনাবেক্ষন কাজে সিলেট বরইকান্দি হতে জগন্নাথপুরে আগমনী ৩৩ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনে শনিবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কার্য সম্পাদনা শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।