স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে শেখ মুজিবুর রহমানের দুইটি ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রথম শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরালটি হাতুড়ে, শাবল ও গ্রীস মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে অন্য কোনো স্থাপনা ভাংচুর করা হয়নি।
প্রত্যেক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল বিরুদ্ধ জনতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দুটি ভেঙে দিয়েছে। তবে অন্য কোন স্থাপনা ভাংচুর করা হয়নি।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র জনতা ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে মুজিবের ম্যুরাল ভাংচুর করা হয়।