স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদে আরো তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, তৃর্ণমূল বিএনপির মনোনীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন। এরআগে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এছাড়া জাকের পাটির নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, জগন্নাথপুরে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া জেলা রিটার্নিং কার্যালয়ে আরো দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে শুনেছি।