স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” স্কুল ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র সরকার।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
২০০৭ সাল থেকে গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন পিন্টু চন্দ্র সরকার।
প্রথমবারের মত শ্রেষ্ঠ হওয়ায় অনুভূতি ব্যক্ত করে পিন্টু চন্দ্র সরকার বলেন, এ অর্জন আমার একার পক্ষে সম্ভব ছিল না। এ অর্জন আমার বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী/সহ ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের। আমি সর্বদা চেয়েছি শিক্ষার্থীদের জন্য কাজ করতে। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম।