স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাসের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক আলীনুর, হাফিজ মিয়া, সাবেক শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, শাহ জামাল, সহকারী শিক্ষক (শরীরচর্চা) শহীদুল ইসলাম, শিক্ষার্থী সৈয়দা তানিয়া বেগম, সাবেক শিক্ষার্থী রাসেল বক্স, প্রানেশ দাস, বাবুল মিয়া, আলী রাজ, রুনু মিয়া, মাশরুর করিম, আলী আমজাদ, রহিম উদ্দিন, রুবেল মিয়া ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমুর রহমান ও গীত পাঠ করেন মান্টি দাস।
পরে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।
এরআগে বিদায়ী ওই শিক্ষকের সম্মানার্থে তাঁর জীবনী নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া বিদায়ী শিক্ষকের হাত দিয়ে বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। সাবেকদের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও পরিচালনা পর্ষদকে সম্মানা স্বারক প্রদান করা হয়। বিদায়ী স্যারকে নিয়ে কেক কাটেন শিক্ষার্থীরা।