Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত পেশকারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ভূমি জরিপ অফিসের ভারপ্রাপ্ত পেশকার মৃনাল কান্তি সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। ভূমি জরিপ রের্কড অধিদপ্তর পরিচালক বরাবরে লিখিত অভিযোগে বিভিন্ন মৌজার ৭০জন ভূমি মালিক সাক্ষরিত অভিযোগে বলা হয়, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মৌজার ছাপা পরচা ও নকশা বিক্রি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানতে পারলাম প্রতি খতিয়ানের বিক্রয়মুল্য ১০০ টাকা ও নকশার বিক্রয়মুল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পেশকার মৃনাল কান্তি সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পরচার মুল্য বাবদ ৩০০ থেকে ৫০০ ও নকশার বিক্রয় মুল্য ১২শ থেকে ১৫০০ টাকা আদায় করছেন। এর প্রতিবাদ করলে তিনি জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখান। তিনি মৌজার ভলিওম,পরচা, ও নকশা তাহার নিজ বাসা সিলেটে রেখে দেন। এমনকি তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে এসব নতুন পরচা ও নকশা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন টাকা। ভূক্তভোগী ভূমি মালিকরা বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। এবিষয়ে ভারপ্রাপ্ত পেশকার মৃনাল কান্তি সরকার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

Exit mobile version