স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রমে পঞ্চায়তি কবরস্থান পরিস্কার ও বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে পঞ্চায়তি কবরস্থান পরিষ্কার শেষে ১১০ টি বৃক্ষ রোপন করা হয়।
এতে স্বেচ্ছাশ্রমে অংশ নেয় লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শিফুল মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক সভাপতি তাজরুল ইসলাম, সহসভাপতি আখলুছ মিয়া, সাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলীনুর মিয়া, সাংগঠনিক সম্পাদক রহিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সুফি মিয়া, কোষাধ্যক্ষ হিলাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ আকবুল হোসেন, ফিরুজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক নিত্য তালুকদার, প্রচার সম্পাদক আনছার মিয়া, সহ-প্রচার সম্পাদক সুহেব মিয়া, ক্রিড়া সম্পাদক সহিদুল ইসলাম সুমন, সহ-ক্রিড়া সম্পাদক জুনু মিয়া, সদস্য তারেক মিয়া, লাফুল মিয়া, বাদশা মিয়া, আশরাফুল মিয়া, রাফিক মিয়া, এলাইছ মিয়া, শাহিন মিয়া, সজীব মিয়া, রোজন মিয়া, নাঈম মিয়া, রিয়াজ মিয়া, শামীম মিয়া, শিশু মিয়া, তুহেল মিয়া, সুভেল মিয়া, আজাদ মিয়া, সাজাদ আলী, তুহেব মিয়া, সাইকুন নুর মিয়া, নাঈম ইসলামসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
এছাড়া সংগঠনের উপদেষ্টা আছলমধর আলী, মঈন উদ্দিন, নুর ইসলাম, আব্দুল কালামসহ আরও অনেকে এ কার্যক্রমে অংশ নেন।
সংগঠনের সভাপতি শিফুল মিয়া বলেন, কবরস্থানের উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং এলাকার মানুষ যেনও নির্ভয়ে সুন্দর পরিবেশে মৃত ব্যক্তিকে দাফন করতে পারে এজন্য আমাদের এ কার্যক্রম।