স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সুনামগঞ্জের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা টেকনিশিয়ান ও উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক অরূপ সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক অংশ নেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সুনামগঞ্জের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) আশীষ চক্রবর্তী জানান, উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ০৪ জন করে শিক্ষককে এই প্রশিক্ষন প্রদান করা হবে এবং ২০ জন শিক্ষককে নিয়ে ০৬ টি ব্যাচ অনুষ্ঠিত হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প কর্তৃক নিয়োগকৃত ভেন্ডর প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড উক্ত প্রশিক্ষণ এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।