Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৬দিন ধরে রানীগঞ্জের ফেরিচলাচল বন্ধ, জন দূর্ভোগ চরমে

রানীগঞ্জ প্রতিনিধি ঃ-
জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে গত ৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে জন দূর্ভোগ উঠেছে চরমে।

ভূক্তভোগিরা জানান, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের কারনে কুশিয়ারার নদীর পানি বেড়ে যাওয়ায় ফেরী ঘাটে পানি উঠে যায়। যে কারনে ফেরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। ফেরিঘাট যদি একটু উপরের দিকে উঠানো যেথে তাহলে এ সমস্যার সংকট কেটে যেত বলে স্থানীয় যাত্রীরা জানিয়েছেন।

রানীগঞ্জের সালেহ আহমদ জানান, ‘‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের কিছু অংশ পানির নিচে চলে গেলে। সংকট সামাধের কর্তৃপক্ষে উদাসিনতা আর দায়সারা মনোভাবে কারনে দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যদি একটু সতেষ্ট হতেন তা হলে এ সমস্যার লাঘব হতো।

রানীগগঞ্জ বাজার ব্যবসায়ী সোহেল আহমদ জানান, গত ৬ দিন ধরে ফেরি সার্ভিস বন্ধ থাকায় কোন যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। জনদূর্ভোগ বেড়ে গেছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি’’।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরি সার্ভিস এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকা জমির উদ্দিন জানান, ‘‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট পানিতে ডুবে গেছে। এ কারনে ফেরি চলাচল করা সম্ভব্য হচ্ছে না’’।

Exit mobile version