1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডায় যুবক নিহত, মূলহোতা টিকটকার গ্রেপ্তার মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে ভয়াবহ হুমকি হতে পারে এআই : সিইসি অভিবাদন জানাবার ইসলামি পদ্ধতি নতুন গানে মাতাবেন জগন্নাথপুরে সুরকন্যা বিথী জগন্নাথপুরে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডার জেরে যুবক নিহত মুজিববাদ এ দেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না:নাহিদ আহমদ জাতিকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

জগন্নাথপুর-পাগলা মহাসড়কে ডাকাতি ঠেকাতে চেকপোস্ট চান চালকরা

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:
সুনামগঞ্জের পাগলা—জগন্নাথপুর সৈয়দপুর (আউশকান্দি) আঞ্চলিক মহাসড়কে ডাকাতি আতঙ্ক বেড়েছে। গত বুধবার রাতে এই সড়কের কোন্দানালা দাড়াখাই এলাকায় দুইটি বাসে ডাকাতির ঘটনায় এই আতঙ্ক তৈরি হয়েছে। এই সড়কে চলাচলকারী যানবাহন চালকরা ওখানে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি করেছেন।
পাগল—জগন্নাথপুর—সৈয়দপুর পর্যন্ত সড়কের দূরত্ব ৩৬ কিলোমিটার। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই সড়কের গুরুত্ব তুলনামূলক কম থাকলেও ওই বছরের ৭ নভেম্বর সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতুর উদ্বোধনের পরই রাজধানী ঢাকার সাথে সুনামগঞ্জের দূরত্ব কমে যায় প্রায় ৫৫ কিলোমিটার। এতে আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে গুরত্ব বৃদ্ধি পায় সড়কটির। সুনামগঞ্জ থেকে ঢাকার সাথে যোগাযোগের প্রধান সড়ক হয়ে উঠে এই সড়ক। বাড়তে থাকে সব ধরণের যানবাহন চলাচল। ব্যস্ত হয়ে পড়ে সড়কটি। বিশেষ করে দূরপাল্লার মালবাহী ট্রাক, যাত্রী বাহী বাসসহ সব ধরণের যানবাহন চলাচল বেড়ে যায় এই পথ দিয়ে।
সড়ক ও জনপথ কর্তৃপক্ষও রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমানোর জন্য এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নতির জন্য কাজ করছেন। সড়ক প্রশস্তকরণ এবং একটি বেইলি সেতু (কাটা গাংয়ের সেতু) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গেল ১৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জে এলে ওই সড়ককেই সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ রক্ষাকারী সড়ক হিসেবে দ্রুত প্রয়োজনীয় উন্নয়ন করণের তাগিদ দেন সুনামগঞ্জের বিশিষ্টজনেরা। কিন্তু ওই সড়কে ডাকাতির ঘটনায় হতাশ হয়েছেন এই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকেরা।
বৃহস্পতিবার রাতে ওই সড়ক দিয়ে দূরপাল্লার বাস কমে গেছে জানিয়ে বয়োজ্যেষ্ঠ বাস চালক আকলু মিয়া বললেন, চালকরা যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার এই পথে যান নি। তিনি বললেন, একসময় সুনামগঞ্জ—সিলেট সড়কের কালারুকা এলাকায়ও যানবাহন আটকিয়ে ডাকাতি হতো। কখনো সড়কে গাছ ফেলে, কখনো যানবাহন সড়কে রেখে যাত্রীবাহী গাড়ি আটকিয়ে ডাকাতি চলতো। ওখানে (কালারুকা এলাকায়) পুলিশ চেকপোস্ট হবার পর এই যন্ত্রণা কমেছে। পাগলা— সৈয়দপুর সড়কের ভমভমি বা কোন্দানালা এলাকায় চেকপোস্ট না বসালে ওই পথ দিয়ে চলবে না আন্ত:জেলা বাসগুলো। একই মন্তব্য করেছেন বয়োজ্যেষ্ঠ বাস চালক রাজা মিয়া ও জাকির হোসেন।
কেবল চালক নয় সাধারণ যাত্রীদের মধ্যেও ভয় ঢুকেছে। রাতে এই পথ দিয়ে বর—কনে নিয়ে যেতেও চিন্তিত স্থানীয়রা।
জগন্নাথপুর এলাকার বাসুদেব বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান শেষে পরদিন বৃহস্পতিবার রাতে কন্যা নিয়ে রাতে বাড়ি ফেরার কথা থাকলেও বুধবারের ঘটনার পর তারা সিদ্ধান্ত বদল করে দিনের বেলা ফেরার চিন্তা করছেন জানালেন ওখানকার জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী অমিত দেব।
দাঁড়াখাই—কোন্দানালা এলাকায় এর আগেও বহুবার ডাকাতির ঘটনা ঘটেছে। তথ্যানুসন্ধান করতে গিয়ে জানা যায়, ২০০৫ সালের আগে ভয়ঙ্কর অবস্থায় ছিলো এই সড়ক। বিশেষ করে ডাবরের কাছাকাছি সিচনী এলাকা, দরগাপাশা পয়েন্ট থেকে ছয়হাড়া সেতু পর্যন্ত, ছয়হারা মৌগাঁও পয়েন্ট থেকে ভমবমি বাজার ও ভমবমি বাজার থেকে কলকলি পর্যন্ত স্থানে এই ধরণের ডাজাতি ছিনতাইয়ের ঘটনা ঘটতো হরহামেশা। ২০০৫ সালের পরে পুলিশের ব্যাপক তৎপরতা, এলাকাবাসীর সচেতনতা, ডাকাত—ছিনতাইকারীর পেশা বদল ইত্যাদি কারণে এ ধরণের অপ্রীতিকর ঘটনা কমে আসে এলাকায়।
সড়কের পাশের শক্তিরগাঁও, ভাতগাঁও এলাকায় একসময় পেশাদার ডাকাত ছিলেন। এখনো তারা এই পেশায় জড়িত আছেন কী না। বা তারা বুধবারের বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিলো কী না পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নিলে পথচারীদের সাহসের সঞ্চার হবে। একইসাথে চেকপোস্ট বসানোর দাবিকেও আমলে নিতে হবে বললেন, জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবির।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বললেন, শুক্রবার সন্ধ্যায় জাউয়াবাজার ফাঁড়িতে জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং সকল থানার ওসিকে যুক্ত করে এ বিষয়ে সভা হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন রাতের আন্ত:জেলা বাসগুলো একসঙ্গে ডাবর পয়েন্টে গিয়ে জড়ো হবে। ওখান থেকে শান্তিগঞ্জের পুলিশ জগন্নাথপুরে নিয়ে যাবে। পরে জগন্নাথপুরের পুলিশ রানীগঞ্জ সেতু পাড় করে দেবে। পাশাপাশি ছয়হারা সেতুর টোল প্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হবে।
সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com