Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৫ সদস্য গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীতে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ও নকল সীল মোহর প্রস্তুতকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গত বুধবার রাতে ফকিরাপুলের কোমর গলির হাসেম আলীর বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আব্দুল বারিক, মাহাম্মদ আলী, সাব্বির হোসেন, শহিদুল হক নিজাম ও মোরশেদ ভূঁইয়া। তাদের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জের সীলসহ ৫৭৭ টি নকল সীল, ১ হাজার ৪৫০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ২ টি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন সাংবাদিকদের এ তথ্য দেন। এ সময় তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের এ অপরাধের কথা স্বীকার করেছে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুক্ষ্মভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করার জন্য তৈরি ও মজুদ করেছে।

Exit mobile version