জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহতে রুশ হামলার এক দিন পর রাশিয়ার রাজধানী মস্কোর ওপর আবারও ড্রোন হামলা হয়েছে। তবে রুশ বাহিনী দাবি করেছে, তারা আক্রমণ করতে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া বার্তায় এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ‘একটি ভূপাতিত ড্রোন ওই একই অফিস টাওয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে যা সপ্তাহান্তে আক্রমণের শিকার হয়েছিল।’
কর্মকর্তারা আরও বলেছে, ‘রুশ বাহিনীর বিমান বিধ্বংসী ইউনিট ইউক্রেন সরকারের একটি উগ্রবাদী হামলা ব্যর্থ করেছে। তারা শহরের কেন্দ্রের পশ্চিম উপকণ্ঠে দুটি ড্রোন ভূপাতিত করেছে।’
রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তবে আরেকটি ড্রোন রেডিও-ইলেক্ট্রনিক যন্ত্রপাতি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মস্কো শহরের অনাবাসিক বাণিজ্যিক এলাকায় বিধ্বস্ত হয়।’
এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছিলেন, ‘মঙ্গলবার মস্কোর যে বিল্ডিংটিতে আঘাত হানা হয়েছে, সেটিই রোববার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি বলেন, ‘মস্কভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে এর আগে আঘাত করেছিল ইউক্রেনীয় ড্রোন। এ কারণে ভবনের ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্লাস দিয়ে ঘেরা টাওয়ারের ১৫০ বর্গ মিটারের বেশি জায়গা ধ্বংস হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।