Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডাকসু ভিপি নুরুদের উপর ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আনন্দ মিছিলে যোগ দিতে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে আসেন নূর। বেলা দেড়টায় টিএসসি থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি কলাভবন ঘুরে আবার টিএসসিতে হামলার ঘটনা ঘটে।

ডাকসু নির্বাচনেরে ভোট চলাকালে সোমবার দুপুরে রোকেয়া হলে গিয়ে নূর ছাত্রলীগের হামলার শিকার হন বলে তার অনুসারীদের অভিযোগ। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালেই তিনি ভিপি নির্বাচিত হওয়ার খবর পান। বেলা পৌনে ২টার দিকে নতুন ভিপি নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে টিএসসিতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন। ছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করেন এবং স্লোগান দেন।

ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার গণমাধ্যমকে বলেন, “হামলাকারীরা সবাই ছাত্রলীগের। এ দলের নেতৃত্বে ছিল ফেরদৌস ও সায়েম।” ‘ছাত্রলীগের’ হামলায় তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের মাথা ফেটে গেছে।
সুত্র আমার সংবাদ

Exit mobile version