জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মামাবাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, ওটা এখন মিউজিয়ামে। সরকারের পতনে লাফালাফি করছেন, আগুন নিয়ে খেলবেন, সন্ত্রাস করবেন বিজয়ের মাস ডিসেম্বরে। হাওয়া ভবন করছিলেন, সেই হাওয়া ভবনের হারিয়ে যাওয়া ময়ূর সিংহাসন ফিরে পেতে এখন আন্দোলন করছেন।’
তিনি বলেন, ‘হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। এটা কখনো হতে দেওয়া হবে না। ’
গতকাল রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের আরো বলেন, আগামী নির্বাচনকে ঘিরে এখনই বিএনপি মনোনয়ন বাণিজ্য শুরু করেছে। ফখরুল সাহেব বিভিন্ন জায়গায় সমাবেশ ডেকে দুদিন আগেই সেখানে গিয়ে টাকার বস্তা
নিয়ে বসে থাকছেন। তাদের টাকা উড়ে বেড়াচ্ছে আকাশে-বাতাসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রস্তুত হয়ে যান লুটপাটের বিরুদ্ধে, দুনীতির বিরুদ্ধে। ’