Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তামিম ইকবালের সেঞ্চুরি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাত্র ১ রানে স্টাইনকজাইকে ক্যাচ দিয়েছিলেন তামিম ইকবাল। স্টানিকজাই সহজ সেই ক্যাচটি ধরতে পারেননি। তামিমের ক্যাচ ফেলে দিলে কী হয়, সেটা খুব ভালোভাবেই এখন টের পাচ্ছে আফগানরা। জীবন পেয়ে দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে মেলে ধরলেন এই বাঁ হাতি ওপেনার। দুর্দান্ত এই সেঞ্চুরিতে তামিম এখন সবার ওপরে। সাকিব আল হাসানকে ছাড়িয়ে তামিম এখন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সেঞ্চুরির মালিক।
সৌম্য সরকার আজও পারেননি নিজেকে ফেরাতে। মাত্র ১১ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংসটি। দলীয় ২৩ রানের মাথায় তাঁর ফেরাটা শঙ্কার জন্ম দিলেও আপাতত তামিম ইকবাল ও সাব্বির রহমান দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন শক্ত হাতেই।
তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েই সাব্বির নিজেকে মেলে ধরেন। তামিমের সঙ্গে তাঁর ১৪০ রানের দারুণ জুটি গড়ে তাঁর ইনিংস শেষ হয়েছে ৬৫ রানে। ৭৯ বলে ৬ চার ও ৩ ছয়ে সাজানো তাঁর ইনিংসটি বড় হতে পারত। কিন্তু কিছুটা অধৈর্য হয়েই রহমত শাহর বলে নওরোজ মঙ্গলকে ক্যাচ দেন তিনি।

Exit mobile version