জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) এবং একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪১)।
নিখোঁজ আবুল ফয়েজের ভাগনা এসআই বাপ্পি এবং ভাতিজা আরিফুজ্জামান আরিফ জানান, রবিবার সন্ধ্যার দিকে তাহিরপুর সদর বাজার থেকে মাটিয়ান হাওর দিয়ে ইঞ্জিনবাহী একটি ছোট কাঠবডি নৌকাযোগে ফয়েজ ও শাহ আলম বাড়ি ফিরছিলেন। হাওরের মধ্যখানে গেলে ঝড় শুরু হয় এবং বড় বড় ঢেউ উঠে। ঝড়ের সময় তাদের মোবাইল ফোন সচল ছিল। তবে ঝড়ের পর আর তাদের মোবাইল ফোন সচল পাওয়া যায়নি এবং তারা নিখোঁজ হয়ে পড়েন।
পরিবারের লোকজনের ধারনা- ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়েছেন।
ঝড় থামার পরিবারের লোকজন রাত ১০ টা পর্যন্ত নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মিলেনি।
এ বিষয়ে জানতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন সিলেটভিউ-কে বলেন- পরিরার থেকে জানানো হয়েছে এ দুইজন ঝড়ের কবলে পড়ে হাওরে নিখোঁজ হয়েছেন। বৃষ্টির রাত এবং ঢেউ থাকায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভবত হচ্ছে না। সকালে খোঁজ নেওয়া হবে॥