Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে শিশু হত্যা: ৭ জনের রিমাণ্ড চেয়েছে পুলিশ

তাহিরপুরে নির্মমভাবে শিশু হত্যার ঘটনায় আটক ৭ জনকেই আদালতে হাজির করে রিমাণ্ড চেয়েছে পুলিশ। আজ সোমবার রিমা- শুনানী অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, শিশু তোফাজ্জলকে নির্মমভাবে খুনের ঘটনায় একই গ্রামের বাসিন্দা নিহত শিশুর ফুফা সেজাউল কবির (২৫) ও তার বাবা কালা মিয়া (৫০), হবি মিয়া (৪২) তার ছেলে রাসেল মিয়া (২০), জয়নাল মিয়ার ছেলে শিশুর চাচা সালমান মিয়া (২২), লোকমান মিয়া (১৮) এবং ফুফু শিউলী বেগম (২০) কে রোববার আটক করে পুলিশ। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সকলেরই ৫ দিনের রিমা- চান তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সফিকুল ইসলাম।
কোর্ট ইন্সপেক্টর আশেক সুজা মামুন জানান, বিচারক আজ সোমবার রিমা- শুনানীর দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত. তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম বাঁশতলার জুবেল হোসেন’এর ছেলে ৭ বছরের শিশু ৪ দিন নিখোঁজ ছিল। শনিবার ভোর রাতে শিশুটির চোখ উপড়ে ফেলা পা ভাঙা অবস্থায় বস্তাবন্দি লাশ জুবেল হোসেন’এর বাড়ীর সামনে পাওয়া যায়। এ ঘটনায় জুবেলের ফুফু-ফুফা ও চাচাসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৭জন কে আটক করে রবিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর, তদন্তের স্বার্থে এখন আর বিশেষ কিছু বলা যাচ্ছেনা।
তদন্তকারী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত শিশুর বাবা জুবেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে শনিবার রাতে থানায় খুনের মামলা দায়ের করেছেন। সন্দেহজনক ভাবে ৭ জনকে আটক করা হয়েছে। মামলাটি নিবিরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাবে না।

Exit mobile version