1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

তিন সাংবাদিক কে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক –

তিন সাংবাদিক কে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সোমবার সংগঠনের সভাপতি পঙ্কজ দে ও সাধারণ সম্পাদক এআর জুয়েল এক যৌথ বিবৃতিতে বলেন, দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন চলাকালে সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এতে হামলা ও গুলিতে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষজন আহত হন। এই হামলা, গুলির ঘটনা কোনো বিবেকবান মানুষ সমর্থন করেন নি। গণমাধ্যমকর্মীসহ সবাই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ওই দিনের ঘটনায় আহত একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আজ সোমবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জের একজন সাবেক মন্ত্রী, তিনজন সাবেক এমপি, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ৯৯জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে।

এই মামলায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস্ শামীম, দৈনিক আমাদের সময় ও আর টিভির জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য লিটন সরকারকে আসামি করা হয়েছে। এটি আমাদের বিস্মিত করেছে। গণমাধ্যমকর্মীরা ছাত্র-জনতার এই যৌক্তিক আন্দোলনের সব কর্মসূচির প্রচার ও প্রকাশে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও এই অবস্থান ধরে রাখায় প্রতিজ্ঞাবদ্ধ। তাই গণমাধ্যমকর্মীদের এই মামলায় জড়ানোয় আমরা ক্ষুব্দ, মর্মাহত।

বাদী মামলা থেকে গণমাধ্যমকর্মীদের নাম প্রত্যাহার করে নেবেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এমনটাই প্রত্যাশা করছি আমরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com