1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ত্রাণের পর বন্যার্তদের গবাদি পশুর জন্য পদক্ষেপ শায়খ আহমাদুল্লাহর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

ত্রাণের পর বন্যার্তদের গবাদি পশুর জন্য পদক্ষেপ শায়খ আহমাদুল্লাহর

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪ Time View

সাম্প্রতিক বন্যার শুরু থেকেই প্লাবিত এলাকায় মানুষদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ৭০০ টন ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে। তবে এর পাশাপাশি এবার ভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা শায়খ আহমাদুল্লাহ। বন্যার্ত মানুষদের গবাদি পশুর কথা চিন্তা করে ৬৭ দশমিক ৩৫ টন ভুসি পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) মাওলানা শায়খ আহমাদুল্লাহ বিষয়টি তার ফেসবুক পেইজে নিশ্চিত পোস্ট করেছেন।

এতে তিনি বলেন, ‘মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭ দশমিক ৩৭ টন ভুসি। এগুলো  বন্যাদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।’

অপরদিকে সংস্থাটির শনিবারের ত্রাণ কার্যক্রম সম্বন্ধে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের সহায়তায় আজ সারাদিনে ৯ লরি ত্রাণসামগ্রী প্রস্তুত করা হয়েছে। এগুলো ইতোমধ্যে দুর্গত এলাকার উদ্দেশে রওনা হয়েছে। এতে ৫ হাজার পরিবারের জন্য ভারী প্যাকেজ রয়েছো। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি লবণ।

একই সাথে ৪টি লরিতে বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে ৭ হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার। প্রত্যেক প্যাকেটে রয়েছে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ও বোতলজাত পানি। এছাড়া ত্রাণ সামগ্রীতে রয়েছে মোমবাতি, দিয়াশলাই ও স্যানিটারি ন্যাপকিন।

এসব ত্রাণসামগ্রী রোববার (২৫ আগস্ট) নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্পটে বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে স্বেচ্ছাসেবক আহ্বান

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করতে স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছে। রোববারসহ ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রাণসামগ্রী প্রস্তুত করার জন্য কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি।

প্যাকেজিংয়ের স্থান হচ্ছে- মাদরাসাতুস-সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে। মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা হচ্ছে : ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়ের ঠিকানা হচ্ছে : প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা। সুত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com