1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াতের ‘ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১০তম বর্ষপূর্তি পালন জগন্নাথপুরে গণঅধিকার পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত বিমানে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করল প্রশ্ন স্বরাষ্ট উপদেষ্টার হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মৃত্যুর পর মা-বাবার হক যেভাবে আদায় করব ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে হত্যা: যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ জন বহিষ্কার

দিরাইয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

  • Update Time : সোমবার, ২০ মে, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে নাহিদ মিয়া (৭) নামের এক শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার শ্যামারচর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

সে শ্যামারচর বাজারের ব্যবসায়ী জগলু মিয়ার ছেলে।

এ ব্যাপারে জগলু মিয়া বলেন, নাহিদ তার পোষা পাখির জন্য পোকা ধরতে বাড়ির পাশে পুকুরের কচুরিপানায় যায়। সেখান থেকে ফিরে এসে বলে আমাকে লিচু দাও। লিচু খাওয়ার পরই রক্তবমি করতে থাকে সে। পরে তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিয়াস দেব তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে টুকেরবাজার সংলগ্ন রাস্তায় নাহিদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জগলু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, শ্যামারচর বাজার থেকে আনা মৌসুমি ফল লিচু খেয়ে বিষক্রিয়ায় আমার একমাত্র ছেলেটির মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে টুকেরবাজার থেকে নাহিদের লাশ দিরাই হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই থানার ওসি তদন্ত এবিএম দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাহিদকে দেখতে হাসপাতালে ছুটে যান।

হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দিরাই থানার এসআই রুপক কর্মকার, এস আই দেবপ্রিয় পণ্ডিত।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, লাশের ডান হাতের দুইটি আঙ্গুলে কামড়ের চিহ্ন রয়েছে হয়তো বা পোকা ধরতে গিয়ে শিশুটি সাপের কামড় খেয়েছে। লাশটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় দিরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com