Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দ.সুনামগঞ্জ থানার পুলিশ কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার ::
বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল ঈমান আলী (২০)। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের শহীদ তালেব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী কাভার্ড ভ্যানের ঘাতক চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা ঈমান আলী মাত্র এক বছর আগে পুলিশ বাহিনীর চাকরিতে যোগ দিয়েছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুনাগঞ্জ থানার এএসআই মীর হোসেন ও পুলিশ কনস্টেবল ঈমান আলী থানা থেকে মোটর সাইকেলযোগে উপজেলার নোয়াখালি বাজারে ওয়ারেন্ট তামিল করতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ঈমান আলী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে দ্রুত প্রেরণ করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঈমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহত এএসআই মীর হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কাভার্ড ভ্যানটি পুলিশের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালানোকালে জনতা গাড়িসহ চালক সুমন হোসেন (৩০) ও হেলপার রিপন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। চালক সুমন মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রাজুর কান্দি গ্রামের গিয়াস উদ্দিন পুত্র ও হেলপার রিপন মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ঈমান আলী মারা গেছেন। তিনি মাত্র এক বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।

Exit mobile version