Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

নোবেল জয়ী মালালার ওপর হামলাকারী ১০ জঙ্গির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার দায়ে বৃহস্পতিবার নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি আদালত। স্কুল থেকে বাসে বাসায় ফেরার পথে জঙ্গি হামলার শিকার হয়ে মৃত্যুর হাত থেকে ফিরে আসেন মালালা। হামলার তিন বছর পর এই রায় দেয়া হল। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি’র সদস্য। খবর বিবিসি ও ডনের।
২০১২ সালের অক্টোবর মাসে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে স্কুলবাসে উঠে মালালার মাথায় গুলি করে জঙ্গিরা। হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। জঙ্গিদের নারী শিক্ষাবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় হামলার নিশানা হন মালালা। হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা চালানো হয়। তবে পাকিস্তানের তৎকালীন সরকারের দ্রুত পদক্ষেপ এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় শেষপর্যন্ত বেঁচে যান মালালা। ঘটনাটি গোটা বিশ্বকে নাড়া দেয় এবং জঙ্গিদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে ওঠে। মালালা যখন হামলার শিকার হন তখন তার বয়স ছিল ১৫ বছর।
হামলার ঘটনায় সাজাপ্রাপ্তরা হল- বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, নাসরুল্লাহ, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম। ঘটনার পর পুলিশের তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে ২৩ বছর বয়সী জঙ্গি আতাউল্লাহ খানের নাম এলেও শাস্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম নেই বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি হিসেবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। ১৭ বছর বয়সী নারী শিক্ষা আন্দোলনের এই কর্মী বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে বাস করছেন।

Exit mobile version