Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্ত্রীকে তালাক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কিছুদিন আগে, ভারতের হায়দরাবাদের এক বাসিন্দা হোয়াটঅ্যাপে স্ত্রীকে তিন তালাক পাঠিয়েছিলেন। পোস্ট কার্ডে স্ত্রীকে তিন তালাক পাঠানোর ঘটনাও ঘটেছে এর আগে। তবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তালাক দেওয়ার ঘটনা ঘটলো এই প্রথম।

এই ঘটনাটিও ঘটেছে ভারতের হায়দরাবাদেই। কর্মসূত্রে সৌদি আরবে থাকেন মুস্তাকউদ্দিন। সেখানেই স্থানীয় একটি ব্যাংকে কাজ করেন তিনি। পণের টাকা না নিয়ে হচ্ছিলো ঝামেলা, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বেশ অনেকদিন ধরেই। শেষমেশ স্ত্রীকে শাস্তি দিতে পত্রিকায় বিবাহ বিচ্ছেদের বিজ্ঞাপন দিয়েছেন স্বামী।

২০১৫ সালে হায়দরাবাদেরই এক মহিলাকে বিয়ে করেন মুস্তাকউদ্দিন। গতবছর একটি কন্যাসন্তানও এসেছে ঘরে। কিন্তু বিয়ের পরপরই ২০ লক্ষ টাকা পণের জন্য স্ত্রীর উপর চাপ তৈরি করতেন মুস্তাকউদ্দিন। কিছুদিন আগেই সপরিবারে সৌদি আরব থেকে হায়দরাবাদে ফিরেছিলেন তিনি।

অভিযোগ, দেশে ফেরার পর থেকেই পণ নিয়ে স্ত্রীর উপর চাপ সৃষ্টি করছিলেন তিনি। একপয়ায়ে অশান্তি চরমে পৌঁছলে শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান মুস্তাকউদ্দিনের স্ত্রী। এরপরেই স্ত্রীকে কিছু না জানিয়ে খবরের কাগজে তালাকের বিজ্ঞাপন দিয়ে ফের সৌদি আরবে চলে যান মুস্তাকউদ্দিন। এরপর থেকেই স্ত্রীর সঙ্গে আর কোনও যোগাযোগ করেননি তিনি।

৪ মার্চ সংবাদপত্রে বিজ্ঞাপনটি খেয়াল করেন মুস্তাকউদ্দিনের স্ত্রী। সঙ্গে সঙ্গেই শ্বশুরবাড়ি ফিরে যেতে চান তিনি। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, তাকে শ্বশুরবাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী তিনি স্বামীর কাছে ফিরে যেতে চাইলেও বাধা দেওয়া হয়।

পুলিশ অফিসার এস গঙ্গাধর জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শরিয়ত আইনে এ ধরনের কোনও নিয়ম আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Exit mobile version