1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পরিরিবেশপ্রেমী অ্যাওয়ার্ডে দেশ সেরা পুরুস্কার পেল ফেয়ার ফেইস জগন্নাথপুর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন

পরিরিবেশপ্রেমী অ্যাওয়ার্ডে দেশ সেরা পুরুস্কার পেল ফেয়ার ফেইস জগন্নাথপুর

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পরিবেশ ও সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর কে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে। সারাদেশের ২৫০ সংগঠনের মধ্যে পরিবেশ বিষয়ক কাজে দেশ সেরা হয়েছে ফেয়ার ফেইস জগন্নাথপুর। দ্বিতীয় হয়েছে সাতক্ষীরার জনকল্যাণ সংস্থা এবং তৃতীয় পুরষ্কার লাভ করেছে রাজশাহী সদরের স্বপ্ন-চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন।আমব্রেলার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যাগে এ পুরুস্কার প্রদান করা হয়। শুক্রবার সিলেটের একটি বেসরকারি সংস্থার হল রুমে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন এর উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিলেট এনজিও ব্যুরো রিজিওনাল ম্যানেজার মসিউর রহমান, আমব্রেলা উপদেষ্টা মোঃ সুযেজ মিয়া, ইকবাল হোসাইন, চাঁদ মিয়া প্রমুখ।
ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনাজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান,পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করে।এতে ২৫০ টি সংগঠন অংশ নেয় তাদের মধ্যে আমরা দেশসেরা হই।
ফেয়ার ফেইসের প্রতিষ্ঠানকালীন সভাপতি এম শামীম আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে উপজেলার সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখতে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সক্রিয় ভূমিকা রেখে সামাজিক সাংস্কৃতিক মানবিক ও পরিবেশ সুরক্ষার আমরা কাজ করছি। এ বছর ১০ হাজার গাছের চারা রোপণ সহ পরিবেশ রক্ষায় সচেতনতামুলক কর্মসূচি বাস্তবায়ন করে দেশসেবা পরিবেশপ্রেমি অ্যাওয়ার্ড পাই। এ পুরুস্কার সংগঠনের কার্যক্রম কে গতিশীল করতে আরও ভূমিকা রাখবে।পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা আরো বাড়বে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com