Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরের পানিতে ঝাঁপ অতঃপর গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ শামীম মিয়া (২৪) নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্ঠা চালায় আসামি। পরে পুলিশ ও পুকুরে ঝাঁপ দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়,ধৃত শামীমের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ডাকাতির মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে গ্রেফতরা করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক লুৎফুর রহমান জানান,গ্রেফতারি পরোয়ানাভুক্ত সেলিম কে ধরতে অভিযানে গেলে বৃহস্পতিবার পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দেয় সে। পরে আমরাও পুকুরে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলি। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version