Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পেট্টোল পাম্পে আগুন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুরে পেট্টোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল এলাকায় আব্দুল মতিন ট্রেডার্স নামে ওই পেট্টোল পাম্পে আগুন লাগে।

খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে দু’টি ট্রাক ভস্মীভূতসহ মিয়াজী মার্কেটের কয়েকটি দোকান ও মেহেরুন্নেসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

তবে অগ্নিকাণ্ডের সুনিদিষ্ট কোনো কারণ জানা যায়নি।

পাম্প মালিক মো রাজু বলেন, মাগরিবের নামাজের সময় হঠাৎ করে পাম্পে থাকা ট্রাকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তেলের ট্যাংকার, অফিসসহ ২টি ট্রাক পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।

পরে লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ডিওডি ফরিদ হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ব্যক্তির সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version