Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রী বলেছেন কোন কোটা থাকবে না

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে ছাত্রলীগ নেতাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। আজ সাড়ে ১২টার দিকে ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

বিগত কয়েকদিনের কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন শেখ হাসিনার সাথে সাক্ষাত করলে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে ছাত্রলীগ নেতাদেরকে জানিয়েছেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সারাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে সাধুবাদ জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকমের পাঠকদের জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টটি তুলে ধরা হলোঃ

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।
বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি। তিনি বলেন \\\’ সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা\\\’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Exit mobile version