Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুরসহ জেলার ২৭ গ্রামীণ সড়কে ১৪ কোটি টাকায় মেরামত হচ্ছে

স্টাফ রিপোর্টার
বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ টি সড়ক মেরামতের জন্য এই সপ্তাহে প্রায় ১৪ কোটি টাকার দরপত্র আহ্বান করবে এলজিইডি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঠিকাদাররা এই সড়কগুলোয় কাজ শুরু করে আগামী বছরের ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করবেন।
সুনামগঞ্জ এলজিইডির দায়িত্বশীলরা জানান, গত মৌসুমের বন্যায় সুনামগঞ্জের গ্রামীণ অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে ২৭ টি সড়ক বাছাই করা হয়েছে। এগুলো মেরামত ও সংস্কারের জন্য এই সপ্তাহে দরপত্র আহ্বান করবে এলজিইডি।
সড়কগুলো হচ্ছে- জয়কলস থেকে নোয়াখালী সড়ক, পাগলা-জগন্নাথপুর সড়ক থেকে দরগাপাশা ইউপি অফিস পর্যন্ত সড়ক, সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে ঘোড়াডুম্বুর- পিঠাপৈসি সড়ক, জয়কলস-উজানীগাঁও সড়ক, মিনাবাজার-পিপড়াকান্দি সড়ক, জগন্নাথপুরের দাওড়াই – শেওড়া সড়ক, সেলিমগঞ্জ-জামালগঞ্জ-ফেনারবাঁক ইউপি সড়ক, নরসিংহপুর-ছাতক সড়ক, জামালগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে হ্যালিপেড-কামলাবাজ সড়ক, ছাতকের বল্লবপুর-চরমহল্লা সড়ক, দিরাইয়ের দাউদপুর-মানিকদা সড়ক, জামালগঞ্জ-জয়নগর- নোয়াগাঁও বাজার সড়ক, ধর্মপাশা-গোলকপুর সড়ক, বিশ্বম্ভরপুরের কারেন্টের বাজার থেকে ধনপুর ইউপি অফিস (দুটি আলাদা আলাদ গ্রুপে) পর্যন্ত সড়ক, জগন্নাথপুরের কেশবপুর-রসুলগঞ্জ-টুকেরবাজার-কোনাউল্লা
বাজার পর্যন্ত সড়ক, কাঠইড়- জয়নগর সড়ক, জগন্নাথপুরের নয়াবন্দর বাজার থেকে দাওড়াই ইউপি অফিস পর্যন্ত সড়ক, পাগলা-জগন্নাথপুর সড়ক থেকে পরগনা বাজার সড়ক, সুনামগঞ্জ সদরের বেতগঞ্জ-রামপুর-খাগুড়া সড়ক, দোয়ারাবাজারের ব্রিটিশ পয়েন্ট থেকে বালিউড়া-বাংলাবাজার সড়ক, ধর্মপাশা ইউপি অফিস থেকে বাদশাগঞ্জ বাজার হয়ে-মাইশাকান্দা সড়ক, শাল্লা সদর থেকে রাহুতলা সড়ক, তাহিরপুর সদর থেকে বাদাঘাট পর্যন্ত (তিনটি আলাদা আলাদা গ্রুপে) সড়ক।
সুনামগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী হরজিৎ সরকার বলেন,‘এই সড়কগুলো মেরামত করা জরুরি, আগামী ৭ দিনের মধ্যে সবকয়টি কাজের দরপত্র আহ্বান করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঠিকাদারদের কাজ শুরু করতে হবে এবং ১৫ তারিখের মধ্যে অবশ্যই কাজ শেষ করতে হবে। এই ২৭ টি সড়ক মেরামত ও সংস্কার বাবদ ব্যয় হবে ১৩ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৪৬০ টাকা।’

Exit mobile version