Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম রোডে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে দু’জনকে গুরুত্বর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বারইগ্রাম রোডের মুল্লাপুর পাঞ্জেগানা মসজিদের সম্মুখে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামের তোতা মিয়ার পুত্র মুজিবুর রহমান শাকিল (২০)।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টায় বিয়ানীবাজারগামী অটোরিক্সাকে মুল্লাপুর পাঞ্জেগানা মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী বড়লেখার সিদলপুরের বাসিন্দা শাকিল আহমদ (২০) নিহত হন। আহত হন অটোরিক্সার অপর যাত্রী গোলাপগঞ্জের ঘাঘুয়া গ্রামের আলআমিন (২৭), ছত্রিশ গ্রামের হাফিজ নজরুল ইসলাম (৪৫), বিয়ানীবাজারের কালাইউরা গ্রামের জেরিন (১৭) ও অটোরিক্সা চালক ইমাম হোসেন (৩০)। এর মধ্যে আল আমিন ও হাফিজ নজরুল ইসলামকে গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট প্রেরণ করা হবে।

Exit mobile version